Wellcome to National Portal
Main Comtent Skiped

at a glance

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ এর চুক্তিভিত্তিক ভাড়ায় নগরীর খালইস্ট এলাকায় কার্যালয় স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক উপজেলা পর্যায়ে সেমিনার,  ক্যারাভান রোড শো এর আয়োজন করা হয়েছে। এছাড়াও পাবলিক মিটিং, ভিডিও প্রদর্শন, মাইকিং, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ ইত্যাদি প্রচারমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিএফএসএ মুন্সীগঞ্জ জেলা কার্যালয় হতে খাদ্যকর্মীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। খাদ্য পণ্যের গুণগতমান ও নিরাপদতা নিশ্চিতকরণের জন্য  খাদ্য নমুনা পরীক্ষা করার জন্য বিভিন্ন পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে ।  জেলা কার্যালয় মুন্সীগঞ্জ থেকে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড় জেলার  শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা মূলক সেমিনার সম্পন্ন হয়েছে । জেলা ও উপজেলা  পর্যায়ে নিরাপদ খাদ্যের আইন, বিধি, প্রবিধিমালা শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে ।   নিরাপদ খাদ্য বিষয়ে জনগণের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য হটলাইন সেবা ৩৩৩ এ প্রাপ্ত অভিযোগের তদন্ত  ও পরামর্শ প্রদান  কার্যক্রম  সম্পন্ন করা হয়েছে  ।