আজ ০৫ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে শ্রীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মুন্সিগঞ্জ কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাফফাত আরা সাঈদ, সহকারী কমিশনার (ভূমি), শ্রীনগর উপজেলা, মুন্সিগঞ্জ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মারুফা হক, নিরাপদ খাদ্য অফিসার,মুন্সিগঞ্জ। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব আব্দুল মতিন। উক্ত অনুষ্ঠানে শিক্ষকের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ও আশেপাশে খাদ্যের নিরাপদতা রক্ষার্থে করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়। জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস