অদ্য ১৯.০৩.২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মুন্সিগঞ্জ কর্তৃক গজারিয়া ঘাট এলাকায় বিভিন্ন স্থাপনায় ইফতার সামগ্রী প্রস্তুতকারী খাদ্য স্থাপনা পরিদর্শন করা হয়। এসময় খোলা অবস্থায় ও খবরের কাগজে ইফতার সামগ্রী সংরক্ষণ ও পরিবেশন করতে দেখা যায় এবং সঠিক উপায়ে খাদ্যপণ্য সংরক্ষণ ও পরিবেশন করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুনমোদিত রং জব্দ করা হয় ও তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।